Breaking







Monday 23 September 2024

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | General Science Questions in Bengali PDF

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | General Science Questions in Bengali PDF

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | General Science Questions in Bengali PDF
সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | General Science Questions in Bengali PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | General Science Questions in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে জেনারেল সাইন্স তথা সাধারণ বিজ্ঞান বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলি তোমাদের আগত বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর

০১. আধুনিক শরীরবিদ্যার জনক কাকে বলা হয়?
উত্তরঃ উইলিয়াম হার্ভেকে।

০২. প্রদীপের পলতেতে তেল কোন প্রণালীতে ওপরে ওঠে?
উত্তরঃ কৈশিক ক্রিয়া।

০৩. মানুষের দাঁতে ও কঙ্কালে কি পাওয়া যায়?
উত্তরঃ ক্যালসিয়াম ফসফেট।

০৪. মাইকোলজি কি নিয়ে চর্চা করে?
উত্তরঃ ছত্রাক।

০৫. একটি ক্ষুদ্রতম সপুষ্পক উদ্ভিদের নাম লেখো।
উত্তরঃ উলফিয়া। 

০৬. হাইপোকেলেমিয়া রোগের কারণ কি?
উত্তরঃ পটাশিয়ামের অভাব।

০৭. পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়?
উত্তরঃ যকৃৎ। 

০৮. আধুনিক কোষ তত্ত্বের জনক কাকে বলে?
উত্তরঃ ম্যাথিয়াস স্নেইডেন ও থিয়োডোর সোয়ান।

০৯. চাপের বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক বাড়ে না কমে?
উত্তরঃ বাড়ে।

১০. কোদাল কোন শ্রেণীর লিভার?
উত্তরঃ প্রথম শ্রেণীর।

১১. শব্দ যেতে পারেনা কীসের মধ্য দিয়ে?
উত্তরঃ শূন্য মাধ্যমে।

১২. মাটির রং লাল হয় কেন?
উত্তরঃ লৌহের উপস্থিতিতে।

১৩. রবিশস্য কোন মাটিতে ভালো জন্মায়?
উত্তরঃ পলি মাটিতে।

১৪. ক্ষমতার ব্যবহারিক এককের নাম কি?
উত্তরঃ ওয়াট।

১৫. নিউট্রনের আবিষ্কারকের নাম কি?
উত্তরঃ চ্যাডউইক।

১৬. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কীসের তৈরি?
উত্তরঃ টাংস্টেন।

১৭. কাঁচ তৈরিতে কি কি কাঁচামালের প্রয়োজন হয়?
উত্তরঃ বালি, সোডা ও চুনাপাথর।

১৮. কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়?
উত্তরঃ ফ্যাদোমিটার।

১৯. কোন পাখনা মাছেদের দিক পরিবর্তন করতে সাহায্য করে?
উত্তরঃ পুচ্ছ পাখনা।

২০. কোষ কথাটির স্রষ্টা কে?
উত্তরঃ রবার্ট হুক।

২১. সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তরঃ ছয়টি।

২২. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
উত্তরঃ কালো।

২৩. মোটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয়?
উত্তরঃ অবতল।

২৪. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
উত্তরঃ মধ্যাকর্ষণ বলের জন্য।

২৫. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
উত্তরঃ কঠিন।

২৬. কাজের এককের নাম কি?
উত্তরঃ জুল।

২৭. শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কম না বেশী থাকে?
উত্তরঃ কম থাকে।

২৮. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একককে কি বলে?
উত্তরঃ কেলভিন।

২৯. বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? 
উত্তরঃ টমাস আলভা এডিসন।

৩০. শব্দ বিস্তারের জন্য কোন মাধ্যমের প্রয়োজন হয়?
উত্তরঃ বায়বীয় মাধ্যমের।

৩১. টেলিফোনের আবিস্কারকের নাম কি?
উত্তরঃ আলেকজান্ডার গ্রাহাম বেল।

৩২. জলকে বরফে পরিনত করলে আয়তন কমে না বাড়ে?
উত্তরঃ বাড়ে।

৩৩. টুথপেস্টের প্রধান উপাদান কি কি?
উত্তরঃ সাবান ও পাউটার।

৩৪. কোনটি তড়িৎ বিশ্লেষণ যোগ্য নয়?
উত্তরঃ চিনি।

৩৫. সার হিসেবে কোন পদার্থটি ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয়?
উত্তরঃ ইউরিয়া।

৩৬. সবচেয়ে হালকা মৌল কোনটি?
উত্তরঃ হাইড্রোজেন।

৩৭. দুধে কোন ধরনের অ্যাসিড থাকে?
উত্তরঃ ল্যাকটিক এসিড।

৩৮. তামা ও টিনের মিশ্রণে কি হয়?
উত্তরঃ ব্রোঞ্জ।

৩৯. বায়ুমন্ডলে কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষন করে?
উত্তরঃ ওজোন গ্যাসের স্তর। 

৪০. ওজোন গ্যাসের স্তর বায়ুমন্ডলের কোন স্তরে রয়েছে?
উত্তরঃ স্ট্র্যাটোস্ফিয়ার। 

৪১. পৃথিবীর রেডিও তরঙ্গগুলি বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে আবার ফিরে আসে?
উত্তরঃ আয়নোস্ফিয়ার স্তরে। 

৪২. কোন গ্যাস বেলুনে ব্যবহার করা হয়?
উত্তরঃ হিলিয়াম গ্যাস। 

৪৩. রেড ডাটা বুক কি?
উত্তরঃ বিলুপ্ত প্রায় উদ্ভিদ গোষ্ঠীর নাম গোত্রের তালিকা। 

৪৪. ঘড়ির পেন্ডুলাম কি দিয়ে তৈরি হয়?
উত্তরঃ ইনভার। 

৪৫. কোন উদ্ভিদের পত্ররন্ধ্র থাকেনা?
উত্তরঃ নিমজ্জিত উদ্ভিদের। 

৪৬. গমন করতে পারেনা।  এমন একটি প্রাণীর নাম লেখো।
উত্তরঃ স্পঞ্জ। 

৪৭. কোন পেশি আমাদের দেহের বিভিন্ন অংশকে ঘোরাতে সাহায্য করে?
উত্তরঃ রোটেটর পেশি। 

৪৮. উদ্ভিদের পুষ্টি কি প্রকৃতির?
উত্তরঃ স্বভোজী প্রকৃতির। 

৪৯. হৃদপিণ্ডের সংকোচন ও প্রসারণকে কি বলে?
উত্তরঃ সিস্টোল ও ডায়াস্টোল। 

৫০. পৃথিবীর কোন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বেশি?
উত্তরঃ মেরু অঞ্চলে। 

৫১. রেফ্রিজারেটরে কোন তরল গ্যাস ব্যবহার করা হয়?
উত্তরঃ অ্যামোনিয়া। 

৫২. দুধের বিশুদ্ধতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তরঃ ল্যাক্টোমিটার।

৫৩. সব থেকে কঠিন অধাতুর নাম কি?
উত্তরঃ হীরা। 

৫৪. আপেল গাছের রেচন পদার্থের নাম কি?
উত্তরঃ ম্যালিক অ্যাসিড।  

৫৭. কোন নিষ্ক্রিয় গ্যাস বাতাসে বেশি থাকে?
উত্তরঃ আর্গন। 

৫৮. সবথেকে হালকা ধাতুর নাম কি?
উত্তরঃ লিথিয়াম। 

৫৯. কোন প্রাণীর লোহিত রক্ত কণিকা নেই?
উত্তরঃ কেঁচো। 

৬০. আতা কোন জাতীয় ফল?
উত্তরঃ গুচ্ছিত ফল। 

৬১. ব্যবহার ও অব্যবহার মতবাদের প্রবক্তা কে?
উত্তরঃ ল্যামার্ক। 

৬২. ‘অয়েল অফ মিনারেল’ কাকে বলে?
উত্তরঃ নাইট্রোবেঞ্জিন। 

৬৩. সিনেমার পর্দায় কোন ধরনের প্রতিফলন দেখা যায়?
উত্তরঃ বিক্ষিপ্ত প্রতিফলন। 

৬৪. ঝিঁঝিঁ পোকার লার্ভাকে কি বলে?
উত্তরঃ গ্লাব। 

৬৫. একটি সর্বজনীন দ্রাবকের নাম কি?
উত্তরঃ জল। 

৬৬. মানুষের শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয়?
উত্তরঃ যকৃতে। 

৬৭. প্রথম শ্রেণীর প্রোটিন কি কি?
উত্তরঃ মাছ, মাংস, ডিম, দুধ। 

৬৮. উড়োজাহাজের জ্বালানি হিসাবে কোন পদার্থ ব্যবহার করা হয়?
উত্তরঃ গ্যাসোলিন। 

৬৯. কোন কোন বর্ণকে মৌলিক বর্ণ বলে?
উত্তরঃ লাল, নীল, হলুদ। 

৭০. কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?
উত্তরঃ হাইড্রোজেন।

৭১. কচু খেলে গলা চুলকায় কেন?
উত্তরঃ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকার কারণে।

৭২. হিমোগ্লোবিনের কাজ কি?
উত্তরঃ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা।

৭৩. সবচেয়ে মুল্যবান ধাতুর নাম কি?
উত্তরঃ প্লাটিনাম।

৭৪. ভূমি থেকে উপরে উঠলে শ্বাসকষ্ট হয় কেন?
উত্তরঃ উপরে বায়ুর চাপ বেশি থাকে।

৭৫. গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কেন?
উত্তরঃ কালো কাপড় শরীরের তাপ কে বাহিরে যেতে দেয় না।

৭৬. ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারণ- 
উত্তরঃ শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়।

৭৭. কোন জ্বালানি পোড়ালে প্রধানত সালফার ডাইঅক্সাইড গ্যাস বাতাসে আসে?
উত্তরঃ ডিজেল।

৭৮. কোন ধাতু কে পোড়ালে উজ্জল হলুদ বর্ণের শিখা উৎপন্ন হয়?
উত্তরঃ সোডিয়াম।

৭৯. কোন অধাতু বিদ্যুৎ পরিবহন করে?
উত্তরঃ গ্রাফাইট।

৮০. কোনটি কাঁদানে গ্যাস হিসেবে ব্যবহার করা হয়?
উত্তরঃ ক্লোরোপিক্রিন।

৮১. যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলে?
উত্তরঃ মৌলিক ধাতু।

৮২. উদ্ভিদের সালোসংশ্লেষণে কাজ করে?
উত্তরঃ ক্লোরোফিল।

৮৩. শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?
উত্তরঃ স্বভোজী।

৮৪. উদ্ভিদ কোষ থেকে জল বাষ্পাকারে বের হয়ে যাওয়ার নিয়মকে কি বলে?
উত্তরঃ প্রস্বেদন।

৮৫. প্রোটিন তৈরিতে ব্যবহার হয়?
উত্তরঃ অ্যামাইনো এসিড।

৮৬. সর্বাধিক পটাসিয়ামযুক্ত খাদ্য কোনটি?
উত্তরঃ ডাব।

৮৭. নিউমোনিয়া রোগটি হয়?
উত্তরঃ ফুসফুসে।

৮৮. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে?
উত্তরঃ ক্রোমোজম।

৮৯. কোন রোগে মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে?
উত্তরঃ স্কার্ভি।

৯০. আমিষের সহজলভ্য উৎস হল-
উত্তরঃ চীনাবাদাম।

৯১. ক্যান্সার রোগের প্রধান কারন কি?
উত্তরঃ কোষের অস্বাভাবিক বৃদ্ধি।

৯২. যক্ষ্মা রোগের জীবাণু কে আবিষ্কার করেন?
উত্তরঃ রবার্ট কচ।

৯৩. দেহ কোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন?
উত্তরঃ প্রোটিন।

৯৪. ক্লোরোফিল অণুর উপাদান কী?
উত্তরঃ ম্যাগনেসিয়াম।

৯৫. তাপে কোন ভিটামিন নষ্ট হয়?
উত্তরঃ ভিটামিন সি।

৯৬. দেহে আমিষের কাজ কি?
উত্তরঃ দেহ কোষ গঠনে সহায়তা করে।

৯৭. হৃদরোগের প্রধান কারণ?
উত্তরঃ ধুমপান।

৯৮. কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজমের অভ্যন্তরে থাকে না?
উত্তরঃ লিপিড।

৯৯. জন্ডিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?
উত্তরঃ লিভার।

১০০. ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায়?
উত্তরঃ অক্সিজেন।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : General Science Questions 
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download

2 comments:

  1. First of all I am gratefull to KOLOM for providing so many materials. Really these are very helpful for any kind of competitive examinations. Thanku, thanku so much KOLOM.

    ReplyDelete
  2. I am grateful to Kolom. Thanks for all usefull notes. Thanks again.

    ReplyDelete