Breaking



Wednesday 15 June 2022

ডি.এল.এড. দ্বিতীয় বর্ষের সাজেশন PDF | West Bengal D.El.Ed 2nd Year Suggestion in Bengali

ডি.এল.এড. দ্বিতীয় বর্ষের সাজেশন PDF | West Bengal D.El.Ed 2nd Year Suggestion in Bengali

ডি.এল.এড. দ্বিতীয় বর্ষের সাজেশন PDF | West Bengal D.El.Ed 2nd Year Suggestion in Bengali
ডি.এল.এড. দ্বিতীয় বর্ষের সাজেশন PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গ ডি.এল.এড. দ্বিতীয় বর্ষের সাজেশন PDF সহ শেয়ার করলাম। যার মধ্যে ডি এল এড দ্বিতীয় বর্ষের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে। তাই আর সময় অপচয় না করে ডি এল এড সাজেশন দ্বিতীয় বর্ষ দেখে নাও এবং নীচ থেকে সম্পূর্ণ ফ্রিতে সাজেশন বইটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

WB D.El.Ed All Subjects 2nd Year Suggestion ::

Educational Studies

For 2 Marks ::

০১. একত্ববাদ কি ?

০২. দ্বৈতবাদ কি ?

০৩. স্কুল –র অর্থ কি ?

০৪. অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে ?

০৫. ব্যালার্ড –র মতে পরিবার বলতে কি বোঝায় ?

০৬. প্রথাবহির্ভূত শিক্ষা বলতে কি বোঝায় ?

০৭. শিশুকেন্দ্রিক শিক্ষার দুটি বাধা লিখুন। 

০৮. পাঠক্রম কি ?

০৯. ফিডব্যাক বলতে কি বোঝায় ?

১০. শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে ?

১১. নির্মাণবাদীদের মতে শিখনের ধারনাটি লিখুন।

১২. স্কিমা কাকে বলে ?

১৩. প্রোগ্রামভিত্তিক শিখন কাকে বলে ?

১৪. প্রোজেক্ট বা প্রকল্প বলতে কি বোঝায় ?

১৫. Peer-learning বা সঙ্গী শিখন কাকে বলে ?

১৬. নির্মাণভিত্তিক শিখন কি ?

১৭. লুক্কায়িত পাঠক্রম কি ?

১৮. নঈতালিম কি ? 

১৯. আত্তীকরণ কি ?

২০. সহযোজন কাকে বলে ?

২১. CBSE –র কাজ কি?

২২. NCTE –র প্রধান কাজগুলি কি ?

২৩. শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা কি ?

২৪. অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝায় ?

২৫. নেতৃত্ব কাকে বলে ?


For 7 & 16 Marks ::

০১. প্রথাবহির্ভূত শিক্ষা কাকে বলে ? এর বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা লিখুন। 

০২. শিক্ষকের ভূমিকা বা কাজ লিখুন।

০৩. শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে ? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লিখুন।

০৪. প্রোগ্রামভিত্তিক শিখন কাকে বলে ? প্রোগ্রামভিত্তিক শিখনের বৈশিষ্ট্যগুলি লিখুন।  প্রোগ্রাম শিখনকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি ? এর সুবিধা বা গুরুত্ব লিখুন।  এর সীমাবদ্ধতা বা ত্রুটি বা দুর্বলতা লিখুন। 

০৫. শ্রীঅরবিন্দের শিক্ষণ পদ্ধতি ও শিক্ষকের ভূমিকা এবং পাঠক্রম সম্পর্কে লিখুন।

০৬. স্বামী বিবেকানন্দের শিক্ষার লক্ষ্য লিখুন। 

০৭. পিয়াজের প্রজ্ঞামুলক বিকাশের স্তরগুলি উল্লেখ করুন ও ওই স্তরগুলি সম্বন্ধে বিস্তারিত লিখুন।

০৮. সমাজে পিছিয়ে পড়া শ্রেণি বলতে কাদের বোঝানো হয়েছে ? পিছিয়ে পড়ার কারণ লিখুন।  পিছিয়ে পড়া দূরীকরণে শিক্ষার ভূমিকা লিখুন।

০৯. অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে ? এর বৈশিষ্ট্য লিখুন।  প্রথাগত বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থার সাফল্যলাভের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সম্পর্কে শিক্ষকের ভূমিকা লিখুন।

১০. সর্বশিক্ষা অভিযানের গৃহীত কর্মসূচি লিখুন।  এই কর্মসূচি বাস্তবায়নে বিদ্যালয়ের প্রধানের ভূমিকা লিখুন।


Contemporary Studies
For 2 Marks ::

০১. ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার কয়েকটি ইতিবাচক প্রভাব উল্লেখ করুন। 

০২. ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার কয়েকটি নেতিবাচক প্রভাব উল্লেখ করুন।

০৩. ‘শ্রীরামপুর ত্রয়ী’ নামে কারা পরিচিত ছিলেন ?

০৪. ম্যাগনা কার্টা বলতে কি বোঝায় ?

০৫. Grant-in-aid প্রথায় বেসরকারি প্রচেষ্টাকে আর্থিক সাহায্যের জন্য সরকারি শর্তগুলি কি ছিল ?

০৬. সার্জেন্ট রিপোর্ট কি ?

০৭. লিঙ্গভিত্তিক বিদ্যালয় কাকে বলে ?

০৮. প্রতিবেশী বিদ্যালয় বলতে কি বোঝায় ?

০৯. RTE-2009 –এ শিক্ষার্থীদের ভর্তি সংকান্ত্র ব্যাপারে কি নির্দেশ দেওয়া হয়েছে ?

১০. অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে ?

১১. Peer Tutoring কিভাবে সম্পন্ন হয় ?

১২. মূক ও বধির শিশু কাদের বলে ?

১৩. Locomotor Handicap কাদের বলে ?

১৪. বিশেষ শ্রেণিব্যবস্থা কি ?

১৫. লিঙ্গ অন্তর্ভুক্তিকরণ কাকে বলে ?

১৬. জেন্ডার সম্পর্কিত সমাজ নির্মাণকরণের তত্ত্বগুলির নাম লিখুন।

১৭. লিঙ্গ বৈষম্যের ভারসাম্য বজায় রাখার জন্য হংস মেহেতা কমিটি প্রাথমিক স্তরে কি ধরণের পাঠক্রমের কথা বলেছেন ?

১৮. প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের বৈশিষ্ট্যগুলি লিখুন।

১৯. গনতন্ত্র বলতে কি বোঝায় ?

২০. গণতান্ত্রিক শিক্ষার সামাজিক লক্ষ্যগুলি কি ?

২১. তপশিলি জাতি কাকে বলে ?


For 7 & 16 Marks ::

০১. ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার প্রভাব লিখুন।

০২. ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইন সম্পর্কে লিখুন।

০৩. ভারতের শিক্ষাব্যবস্থায় চার্লস উডের সুপারিশ সম্বন্ধে লিখুন।

০৪. বুনিয়াদি শিক্ষা পরিকল্পনার প্রয়োজনীয়তা এবং ব্যর্থতার কারণগুলি লিখুন।

০৫. জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে গৃহীত কর্মসূচি রুপায়নের পরিকল্পনা সম্পর্কে লিখুন।

০৬. অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং সমন্বয়সাধন বলতে কি বোঝায় ? অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বিদ্যালয় প্রশাসনের ভূমিকা লিখুন।

০৭. হান্টার কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে লিখুন।

০৮. প্রথম প্রজন্মের শিক্ষার্থী কাদের বলা হয় ? প্রথম প্রজন্মের শিক্ষার্থীর উপর প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে লিখুন।

০৯. ভারতে তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষার জন্য কোঠারি কমিশনের সুপারিশগুলি লিখুন।

১০. যুব সংস্কৃতি কাকে বলে ? যুব সংস্কৃতি কি কোনো পৃথক সংস্কৃতি ? আপনার উত্তরের স্বপক্ষে যুক্তি দেন। 

Pedagogy Across Curriculum

For 2 Marks ::

০১. দুটি চিন্তন দক্ষতার নাম লিখুন।

০২. প্রারম্ভিকস্তরে মুল্যবোধ শিক্ষার দুটি গুরুত্ব লিখুন।

০৩. Multimedia Technology বলতে কি বোঝেন ?

০৪. নির্মিতিবাদের দুটি বৈশিষ্ট্য লিখুন।

০৫. বহুবিধ সাক্ষরতা বলতে কি বোঝেন ?

০৬. জ্ঞান ও তথ্যের মধ্যে দুটি পার্থক্য লিখুন।

০৭. প্রক্রিয়া ভিত্তিক শিখনের দুটি উদ্দেশ্য লিখুন।

০৮. গঠনমূলক মুল্যায়নের দুটি গুরুত্ব লিখুন। 

০৯. বিকল্প ধারণা ও ভ্রান্ত ধারনার মধ্যে পার্থক্য নির্ণয় করুন। 

১০. পাঠক্রমিক জ্ঞান কাকে বলে ?

১১. ধারণা গঠন বলতে কি বোঝায় ?

১২. কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের লালনকারী ফলাফল কি ?

১৩. টিউটোরিয়াল দল কেন তৈরি করা হয় ?

১৪. অনুসন্ধিৎসামূলক শিক্ষণ কাকে বলে ?

১৫. সর্বপ্রাণবাদ বলতে কি বোঝায় ?

১৬. শিশুকেন্দ্রিক শিক্ষার দুটি বৈশিষ্ট্য লিখুন।

১৭. আচরণবাদ কাকে বলে ?

১৮. অন্তর্ভুক্তিমূলক শিক্ষণবিজ্ঞান কাকে বলে ?

১৯. অনুসন্ধান বলতে কি বোঝায় ?

২০. Ronaldo Vigo –র মতে তথ্য কি ? 

২১. ZPD কি ?

২২. ভিডিয়ো টেলিকনফারেন্সিং এর সুবিধা লিখুন।

২৩. সমসুযোগের নীতি বলতে কি বোঝায় ?


For 7 & 16 Marks ::

০১. আপনি কিভাবে স্টুডেন্ট প্রোফাইল রক্ষণ করবেন তা আলোচনা করুন। 

০২. পাঠক্রম বরাবর শিখন-শিক্ষণ নীতিতে দক্ষতা বিকাশের ক্ষেত্রটি উদাহরণসহ আলোচনা করুন।

০৩. বিষয়বস্তু বিশ্লেষণের পদক্ষেপগুলি আলোচনা করুন।

০৪. একজন শিক্ষক হিসেবে আপনি শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্যের মাঝে ঐক্যের বিকাশ কিভাবে ঘটাবেন আলোচনা করুন।

০৫. প্রাথমিক বিদ্যালয়ের পাঠক্রমের যে কোন একটি ধারনার উপর একটি নির্ণায়ক অভীক্ষা প্রস্তুত করুন, যাতে ১২টি প্রশ্ন থাকবে।  নিরাময়মূলক কৌশলের উপর আপনার প্রস্তাব রাখুন। 

০৬. ব্রুনার ধারণা গঠনের জন্য কোন কোন কৌশলের কথা বলেছেন ? মডেলের স্তরগুলি লিখুন।

০৭. পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে লিখুন। 

০৮. বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ভূমিকা লিখুন।  এর সুবিধা গুলি লিখুন।

০৯. নিম্ন প্রাথমিক স্তরের যে কোন শ্রেনির একটি একক নির্বাচন করে বিষয়বস্তু বিশ্লেষণ করুন।

১০. সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে ? এই পদ্ধতির স্তরগুলি আলোচনা করুন।  এই পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা লিখুন।

সাজেশনগুলির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : WB D.El.Ed 2nd Year Suggestion
Language : Bengali
Size : 0.7 mb 
No. of Pages : 06
Download Link : Click Here To Download


8 comments: