Breaking



Sunday 19 December 2021

কোষের গঠন ও কাজ প্রশ্নোত্তর PDF | Cell Structure and its Function Notes

কোষের গঠন ও কাজ প্রশ্নোত্তর PDF | Cell Structure and its Function Notes

কোষের গঠন ও কাজ প্রশ্নোত্তর PDF | Cell Structure and its Function Notes
কোষের গঠন ও কাজ প্রশ্নোত্তর PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে জীবন বিজ্ঞানের একটি অধ্যায় হিসাবে কোষের গঠন ও কাজ প্রশ্নোত্তর PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে কোষের গঠন ও কাজ এই টপিকটি থেকে বাছাই করা ২৫টি প্রশ্ন ও উত্তর MCQ আকারে দেওয়া আছে।

সুতরাং দেরী না করে কোষের গঠন ও কাজ MCQ প্রশ্নোত্তরগুলি দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য নীচে থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

কোষের গঠন ও কাজ

০১. কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কৃত হয় ?
ⓐ ১৯৯০ সালে
ⓑ ১৬৬৫ সালে
ⓒ ১৭৮১ সালে
ⓓ ১৮৩১ সালে

০২. কোষ কে আবিষ্কার করেন ?
ⓐ রবার্ট ব্রাউন 
ⓑ রবার্ট হুক
ⓒ পারকিনজি
ⓓ স্লেইডেন

০৩. কোষের শক্তিঘর কাকে বলা হয় ?
ⓐ রাইবোজোম
ⓑ মাইটোকন্ড্রিয়া  
ⓒ সেন্ট্রোজোম
ⓓ লাইসোজোম

০৪. মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন কে ?
ⓐ রবার্ট ব্রাউন
ⓑ গলগি
ⓒ বেন্ডা
ⓓ ওয়াটসন ও ক্রিক

০৫. মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ -
ⓐ শ্বসন
ⓑ ক্ষরণ
ⓒ অসমোরেগুলেশন
ⓓ ফ্যাট সঞ্চয়

০৬. কোষের মস্তিষ্ক কাকে বলে ?
ⓐ মাইটোকন্ড্রিয়া
ⓑ ক্লোরোপ্লাস্ট
ⓒ নিউক্লিয়াস
ⓓ সেন্ট্রিওল

০৭. ক্রিস্টি পাওয়া যায় কোন কোশীয় অঙ্গাণুতে ?
ⓐ রাইবোজোম
ⓑ মাইটোকন্ড্রিয়া
ⓒ সেন্ট্রোজোম
ⓓ লাইসোজোম

০৮. কোন কোষ অঙ্গাণুর অপর নাম কনড্রিওজোম ?
ⓐ মাইটোকন্ড্রিয়া  
ⓑ গলগি বডি
ⓒ রাইবোজোম
ⓓ E. R.

০৯. পর্দাবিহীন কোশীয় অঙ্গাণু হল -
ⓐ সেন্ট্রোজোম
ⓑ লাইসোজোম
ⓒ মেসোজোম
ⓓ E. R.

১০. কোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষের সহিত সম্পর্কিত ?
ⓐ লাইসোজোম
ⓑ রাইবোজোম
ⓒ সেন্ট্রোজোম
ⓓ গলগি বডি

১১. প্রোটোপ্লাজম প্রথম নামকরণ করেন -
ⓐ রবার্টসন
ⓑ পারকিনজি  
ⓒ প্যালাড
ⓓ ভেদবার্গ

১২. আয়তনে সর্ববৃহৎ প্রাণী কোষ কোনটি ?
ⓐ সাইটোপ্লাজম
ⓑ উটপাখির ডিম
ⓒ স্নায়ুকোষ
ⓓ রেমি গাছের তন্তু

১৩. কোয়ান্টোজোম অবস্থান করে -
ⓐ লিউকোপ্লাস্টে
ⓑ ক্লোরোপ্লাস্টে
ⓒ ক্রোমোপ্লাস্টে
ⓓ জ্যান্থোপ্লাস্টে

১৪. DNA -এর ক্ষুদ্রতম একক –
ⓐ ক্রোমোজোম
ⓑ অটোজোম
ⓒ অ্যালোজোম
ⓓ জিন

১৫. প্রাণীকোষে কোন কোষ অঙ্গাণু স্পিন্ডিল তৈরি করে ?
ⓐ রাইবোজোম
ⓑ সেন্ট্রোজোম
ⓒ লাইসোজোম
ⓓ মাইটোকন্ড্রিয়া

১৬. উদ্ভিদ কোষপ্রাচীরের মুখ্য উপাদান -
ⓐ ক্যালোজ
ⓑ পেকটোজ
ⓒ সেলুলোজ
ⓓ পেপটাইডোগ্লাইক্যান

১৭. প্রোক্যারিওটিক কোষে কোনটি অনুপস্থিত ?
ⓐ কোষপ্রাচীর
ⓑ কোষপর্দা
ⓒ রাইবোজোম
ⓓ নিউক্লিওপর্দা

১৮. কোন কোশীয় অঙ্গাণু অ্যাক্রোজোম গঠনে অংশ নেয় ?
ⓐ মাইটোকন্ড্রিয়া
ⓑ প্লাসটিড
ⓒ গলগি বডি
ⓓ এন্ডোপ্লাজমীয় জালিকা

১৯. কোন কোশীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলে ?
ⓐ রাইবোজোম
ⓑ লাইসোজোম  
ⓒ মেসোজোম
ⓓ E. R.

২০. বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণীকোষকে কি বলে ?
ⓐ ফ্যাগসাইট
ⓑ এরিথ্রোসাইট
ⓒ সিনোসাইট
ⓓ সিনসিটিয়াম

২১. উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান -
ⓐ সেলুলোজ  
ⓑ পেপটাইড
ⓒ লাইকেন সেলুলোজ 
ⓓ পেপটাইডোগ্লাইকেন

২২. কোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে ?
ⓐ লাইসোজোম
ⓑ রাইবোজোম  
ⓒ সেন্ট্রোজোম
ⓓ গলগি বডি

২৩. সেন্ট্রোজোম থাকে -
ⓐ প্রাণী কোষে
ⓑ উদ্ভিদ কোষে
ⓒ আদি কোষে
ⓓ আদর্শ কোষে

২৪. কোন অঙ্গাণুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় ?
ⓐ মাইটোকন্ড্রিয়া
ⓑ রাইবোজোম
ⓒ গলগি বডি
ⓓ লাইসোজোম

২৫. সেন্ট্রিওলে অণুনালিকার সংখ্যা -
ⓐ ৩
ⓑ ৬
ⓒ ৯
ⓓ ১২


প্রশ্নোত্তরগুলির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Cell Structure and its Function Notes
Language : Bengali
Size : 0.4 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment