WB Primary TET Practice Set 2021 in Bengali PDF || Part-08
![]() |
WB Primary TET Practice Set 2021 in Bengali PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ বিনামূল্যে, WB Primary TET Practice Set 2021 in Bengali PDF; যেটির মধ্যে প্রাইমারি টেট পরীক্ষার সিলেবাসের বিষয়গুলি থেকে পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে। যেটি তোমাদের আগত পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং দেরী না করে প্রশ্নগুলি দেখে নাও এবং নীচ থেকে প্র্যাকটিস সেটের পিডিএফটি সংগ্রহ করে নাও।
WB Primary TET Practice Set 2021
01. শিক্ষকের প্রধান কাজ কি ?
ছাত্রদের বুঝিয়ে পড়ানো
ছাত্রদের বুঝিয়ে ক্লাসে আনা
বই পড়তে উৎসাহ দেওয়া
মূল্যবোধ ও চেতনার বৃদ্ধি
02. শিক্ষাদানের পদ্ধতি ও পাঠ্যসূচিকে পরিভাষায় কি বলা হয় ?
সিলেবাস
কনটেন্ট
ডিজাইন
কারিকুলাম
03. পাঠের সঙ্গে সম্পর্কযুক্ত নতুন নতুন সমস্যা সৃষ্টি করতে পারা, কোন সামর্থ্যের বিকাশ ?
প্রয়োগমূলক
দক্ষতামূলক
জ্ঞানমূলক
বোধমূলক
04. নৈতিক বিকাশ তত্ত্বের প্রবক্তা কে ?
পিয়াজেট
থর্নডাইক
ভাইগটস্কি
কোহলবার্গ
05. বাড়ন্ত শিশুদের একটি প্রধান প্রবৃত্তি হল -
ঢিল ছোঁড়া
মারধোর করা
অপরের ক্ষতি করা
কৌতূহল
06. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়। ’ - পংক্তিটির কবি কে ?
রবীন্দ্রনাথ ঠাকুর
নজরুল ইসলাম
দ্বিজেন্দ্রলাল রায়
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
07. ‘শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ’ - উক্তিটি কার ?
রবীন্দ্রনাথ ঠাকুর
গান্ধীজী
বিদ্যাসাগর
সত্যেন্দ্রনাথ বসু
08. ‘অতি+অধিক’ এর সন্ধি রূপ -
অত্যাধিক
অত্যাধীক
অত্যধিক
অত্যধীক
09. ‘মহিমা’ শব্দের রুপান্তর -
মহত্ব
মহৎ
মহত্বতা
মহান
10. ‘রাম ছাগল’ এর ‘রাম’ কথার অর্থ কি ?
বড়
ছোট
উদ্ভুদ
ভয়ানক
11. একটি প্রাথমিক খাদকের উদাহরণ হল -
ব্যাঙ
বাঘ
হরিণ
সবুজ উদ্ভিদ
12. ফটোসিন্থেসিস শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
বিজ্ঞানী ওডাম
বিজ্ঞানী স্ট্রলার
বিজ্ঞানী হেকেল
বিজ্ঞানী বার্নেস
13. জীবদেহ গঠনে পরিবেশের কতগুলি মৌল কাজে লাগে ?
কুড়িটি
পঁচিশটি
ত্রিশটি
চল্লিশটি
14. জীববৈচিত্র্যের সুপার মার্কেট কাকে বলে ?
বনভূমিকে
জলাভূমিকে
মরু অঞ্চলকে
কোনটিই নয়
15. একটি পুকুরের বাস্তুরীতির সর্বোচ্চ খাদক কে ?
মাছ
কাঁকড়া
চিংড়ি
বক
16. 18 জন লোক যে রাস্তা 22 দিনে সারাই করতে পারে, সেই রাস্তা 12 দিনে সারাই করতে কত জন লাগবে ?
11 জন
15 জন
22 জন
33 জন
17. কোন সংখ্যার তিন-চতুর্থাংশ 420 হলে, সংখ্যাটির অর্ধেক কত ?
340
350
360
370
18. বার্ষিক 10% হারে 3 বছরে 250 টাকার সুদ কত ?
65 টাকা
75 টাকা
85 টাকা
105 টাকা
19. একটি বেলনের কয়টি সমতল ?
দুইটি
তিনটি
চারটি
পাঁচটি
20. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 67, 51, এবং 27 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে একই ভাগশেষ থাকে ?
8
12
16
20
21. Antonym of ‘Enough’ is -
Ample
Large
Deficient
None of these
22. Synonym of the word ‘fault’ is -
Flaw
Adequate
Plenty
None of these
23. The word ‘cawing’ means -
Sound of cuckoo
Sound of a crow
Sound of a cow
None of these
24. One who looks at the dark sides of things – one word is -
Pessimist
Optimist
Methodist
None of these
25. Masculine gender of ‘bitch’ is -
Bull
Dog
Fox
Goat
26. “জয়ের আনন্দই খেলার শ্রেষ্ঠ আকর্ষণ” - উক্তিটি কার ?
রাসেল
উডওয়ার্ড
বার্নাড শ
রবার্ট ওয়েন
27. শিক্ষা পরিকল্পনাকে বাস্তবে রূপ দেবার পদ্ধতি কোনটি ?
পাঠ্যপুস্তক
পাঠ্যক্রম
পাঠ্যসূচি
উপরের সবকটি
28. একজন শিক্ষকের প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজটি হল -
শিশুদের শ্রদ্ধা করা
শিশুদের ঠিকমতো শিক্ষা দেওয়া
শিশুদের ঠিকমতো বোঝা
শিশুদের অতিরিক্ত প্রশ্রয় দেওয়া
29. কোন পদ্ধতির দ্বারা ছাত্রদের কর্ম অভিজ্ঞতা প্রদান করা হয় ?
আবিষ্কার পদ্ধতি কৌশল
বিশ্লেষণাত্মক কৌশল
প্রকাশ কৌশল
আলোচনা কৌশল
30. স্কিনার ও প্যাভলভ কোন ধারণার ক্ষেত্রে সহমত হয়েছে ?
স্বতঃস্ফূর্ত রিকভারি
বিবেচনামূলক জ্ঞান
ফলপ্রাপ্তির সাধারণায়ন
কোনটিই নয়
31. দেশের বন্ধু = দেশবন্ধু - এটি কি ধরণের সমাস ?
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস
দ্বিগু সমাস
অব্যয়ী সমাস
32. নীচের কোন বানানটি ভুল ?
সাবধানে
প্রশংসা
অতিথি
সমুহ
33. বাংলা ভাষায় পূরণ বাচক শব্দগুলি কোথা থেকে নেওয়া ?
হিন্দি
গুজরাটি
অসমিয়া
সংস্কৃত
34. ‘মেঘের মধ্য দিয়ে চলেছি’ - এটি কি বাক্য ?
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
কোনটিই নয়
35. ‘হাকিম’ কোন দেশীয় শব্দ ?
ফার্সি
পর্তুগীজ
ওলন্দাজ
আরবি
36. তরল আবর্জনা কটি পর্যায়ে শোধন করা হয় ?
দুটি
তিনটি
চারটি
পাঁচটি
37. গাছের পাতা জলাশয়ে মিশে কি উৎপন্ন করে ?
অ্যামোনিয়া
মিথেন
সালফার ড্রাই অক্সাইড
কার্বন মনোক্সাইড
38. চাষের সারে নিচের কোন উপাদানটি থাকেনা ?
হাইড্রোজেন
ফসফরাস
নাইট্রোজেন
ক্লোরিন
39. GDP এর পুরো কথা কি ?
Gross Domestic Product
Gross Domestic Perticulates
Gross Domestic Properly
Gross Domestic Product
40. একটি সংরক্ষণ যোগ্য সম্পদ হল -
লৌহ আকরিক
গঙ্গা নদী
বিদ্যালয়
অরণ্য
41. ঘণ্টায় 48কিমি এবং ঘণ্টায় 24 কিমি গতিবেগ সম্পন্ন দুটি ট্রেন বিপরীত দিকে চলাচল করলে 100 মিটার যেতে কত সময় লাগবে ?
4 সেকেন্ড
5 সেকেন্ড
6 সেকেন্ড
7 সেকেন্ড
42. একটি টিনে 20 লিটার কেরোসিন তেল আছে। ওই টিনের একটি ছিদ্র দিয়ে প্রতি সেকেন্ডে 2 মিলি তেল বের হলে 1 ঘণ্টা পরে কত তেল থাকবে ?
7.2 লিটার
9.6 লিটার
10.5 লিটার
12.8 লিটার
43. এক ব্যক্তি একটি সোফা সেট 18% লাভে বিক্রয় করে। যদি সোফা সেটটি আরও 450 টাকা কমে বিক্রয় করা হত, তাহলেও 12% লাভ হত। তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
7000 টাকা
7500 টাকা
8000 টাকা
8500 টাকা
44. দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 25 ও 30 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে জলপূর্ণ হবে ?
10 মিনিট
12 মিনিট
12.5 মিনিট
15 মিনিট
45. একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 6 সেকেন্ড এবং 9 সেকেন্ডে অতিক্রম করে। তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে ?
30 সেকেন্ডে
36 সেকেন্ডে
40 সেকেন্ডে
42 সেকেন্ডে
46. The Direct Method was popularized by -
The International Phonetic Association
The International Semantic Association
German Linguists
American Linguists
47. A poem can be best taught by -
Making the students recite it
Oral language drill
Recitation and then explanation
Group discussion
48. Language learning needs -
Reinforcement
Review
Feedback
All the above
49. Students in FCA are allowed -
No freedom
To learn the rules first
Much freedom
To learn according to their own will
50. In learning a new language, multilingualism is -
A methodology
An asset
An interference
A burden
File Details:
PDF Name : WB Primary TET Practice Set 08
Language : Bengali
Size : 0.9 mb
No. of Pages : 06
Download Link : Click Here To Download
More PDF | Download Link |
---|---|
প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ০৭ | Click Here |
প্রাইমারি টেট সিলেবাস | Click Here |
No comments:
Post a Comment