Breaking



Thursday 18 April 2024

মুঘল সম্রাটদের তালিকা PDF | মুঘল সাম্রাজ্যের বংশ তালিকা

মুঘল সম্রাটদের তালিকা PDF | List of Mughal Emperors in India (1526-1857) Bengali PDF

মুঘল সম্রাটদের তালিকা PDF | List of Mughal Emperors in India (1526-1857) Bengali PDF
মুঘল সম্রাটদের তালিকা PDF 
কলম 
প্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক হিসাবে মুঘল সাম্রাজ্যের বংশ তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে বিভিন্ন মুঘল সম্রাট ও তাদের শাসনকাল এর একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং সময় অপচয় না করে মুঘল সম্রাটদের তালিকাটি ভালো করে দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

মুঘল সম্রাট ও তাদের শাসনকাল

মুঘল সম্রাট শাসনকাল
বাবর ১৫২৬-১৫৩০
হুমায়ুন ১৫৩০-১৫৪০ এবং ১৫৫৫-১৫৫৬
আকবর ১৫৫৬-১৬০৫
জাহাঙ্গীর ১৬০৫-১৬২৭
শাহজাহান ১৬২৮-১৬৫৮
ঔরঙ্গজেব বা প্রথম আলমগীর ১৬৫৮-১৭০৭
প্রথম বাহাদুর শাহ বা প্রথম শাহ আলম ১৭০৭-১৭১২
জাহান্দার শাহ ১৭১২-১৭১৩
ফারুখশিয়ার ১৭১৩-১৭১৯
রাফি উদ-দারজাত ১৭১৯
রাফি উদ-দৌলত বা দ্বিতীয় শাহজাহান ১৭১৯
মুহাম্মদ শাহ শাহ বা রঙ্গিলা ১৭১৯-১৭৪৮
আহমেদ শাহ বাহাদুর ১৭৪৮-১৭৫৪
দ্বিতীয় আলমগীর ১৭৫৪-১৭৫৯
তৃতীয় শাহজাহান ১৯৫৯-১৭৬০
দ্বিতীয় শাহ আলম ১৭৬০-১৮০৬
চতুর্থ শাহজাহান বা বিদার বখত ১৭৮৮
দ্বিতীয় আকবর শাহ ১৮০৬-১৮৩৭
দ্বিতীয় বাহাদুর শাহ ১৮৩৭-১৮৫৭

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : List of Mughal Emperors in India (1526-1857)
Language : Bengali
Size : 0.4 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Important Questions ::

■ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
Ans: বাবর।

■ মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ?
Ans: দ্বিতীয় বাহাদুর শাহ।

■ কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিলেন ?
Ans: ঔরঙ্গজেব।

■ মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ?
Ans: আকবর।

■ মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল ?
Ans: ফার্সি।

■ কোন মুঘল সম্রাট প্রথম বাংলা জয় করেন ?
Ans: আকবর।

■ কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লীতে রাজধানী স্থানান্তরিত করেন ?
Ans: শাহজাহান।

■ কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন ?
Ans: বাবর।

■ কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন ?
Ans: শাহজাহান।

■ কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ ?
Ans: হুমায়ুন।

No comments:

Post a Comment