ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান তালিকা PDF | অর্থ কমিশন সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
![]() |
ভারতের অর্থ কমিশন তালিকা PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের অর্থ কমিশন তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান, অর্থ কমিশন গঠনের সময়কাল এবং ভারতের অর্থ কমিশনের চেয়ারম্যানদের কার্যকাল ইত্যাদি সমস্ত কিছু দেওয়া আছে। এছাড়াও সঙ্গে অর্থ কমিশন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে।
ভারতের অর্থ কমিশন তালিকা
অর্থ কমিশন | প্রতিষ্ঠাকাল | চেয়ারম্যান | কার্যকাল |
---|---|---|---|
১ম | ১৯৫১ | কে. সি. নিয়োগী | ১৯৫২-৫৭ |
২য় | ১৯৫৬ | কে. সান্থানাম | ১৯৫৭-৬২ |
৩য় | ১৯৬০ | এ. কে. চন্দ | ১৯৬২-৬৬ |
৪র্থ | ১৯৬৪ | পি. ভি. রাজমান্নার | ১৯৬৬-৬৯ |
৫ম | ১৯৬৮ | মহাবীর ত্যাগী | ১৯৬৯-৭৪ |
৬ষ্ঠ | ১৯৭২ | কে. ব্রহ্মানন্দ রেড্ডি | ১৯৭৪-৭৯ |
৭ম | ১৯৭৭ | জে. এম. শেলাত | ১৯৭৯-৮৪ |
৮ম | ১৯৮৩ | ওয়াই বি চবন | ১৯৮৪-৮৯ |
৯ম | ১৯৮৭ | এন. কে. পি. সালভে | ১৯৮৯-৯৫ |
১০ম | ১৯৯২ | কে. সি. পান্থ | ১৯৯৫-২০০০ |
১১তম | ১৯৯৮ | এ. এম. খুশরো | ২০০০-০৫ |
১২তম | ২০০২ | সি. রঙ্গরাজন | ২০০৫-১০ |
১৩তম | ২০০৭ | ড. বিজয় এল. কেলকর | ২০১০-১৫ |
১৪তম | ২০১৩ | ড. ওয়াই. ভি. রেড্ডি | ২০১৫-২০ |
১৫তম | ২০১৭ | এন. কে. সিং | ২০২০-২৬ |
১৬তম | ২০২৩ | অরবিন্দ পানাগড়িয়া | ২০২৬-৩১ |
অরবিন্দ পানাগড়িয়ার নেতৃত্বে গঠিত হল ১৬তম অর্থ কমিশন এবং এই কমিশনের সেক্রেটারি পদে নিযুক্ত করা হয়েছে ঋত্বিক রঞ্জনম পান্ডেকে। ১৬তম অর্থ কমিশন ১লা এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়ে ৫ বছরের জন্য কার্যকর হবে এবং কমিশন রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন দাখিল করবে ২০২৫ সালের ৩১শে অক্টোবরের মধ্যে। এন. কে. সিং এর নেতৃত্বে গঠিত ১৫তম অর্থ কমিশনের বৈধতা ২০২৬ সালের ৩১শে মার্চ পর্যন্ত।
ভারতীয় সংবিধানের ২৮০ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে অর্থ কমিশন গঠিত হয়। রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন এবং যার মধ্যে একজন চেয়ারম্যান এবং চারজন সদস্য থাকে। ভারতের অর্থ কমিশন একটি সাংবিধানিক সংস্থা যা সমসাময়িক প্রয়োজনীয়তা অনুসারে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কর রাজস্ব বরাদ্দ এবং বণ্টনের সুপারিশ করার জন্য গঠন করা হয়েছে।
অর্থ কমিশন সম্পর্কিত প্রশ্ন উত্তর
০১. অর্থ কমিশন কি?
উত্তরঃ ভারতের অর্থ কমিশন একটি সাংবিধানিক সংস্থা যা কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কর রাজস্ব বরাদ্দ এবং বণ্টনের সুপারিশ করার জন্য গঠন করা হয়েছে।
০২. অর্থ কমিশনের কাজ কি?
উত্তরঃ কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কর রাজস্ব বরাদ্দ এবং বণ্টনের সুপারিশ করা।
০৩. ভারতের প্রথম অর্থ কমিশন গঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৫১ সালের ২২শে নভেম্বর কে. সি. নিয়োগী এর অধীনে প্রথম অর্থ কমিশন গঠিত হয়।
০৪. ভারতের প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন?
উত্তরঃ কে. সি. নিয়োগী।
০৫. কত বছর অন্তর অর্থ কমিশন নিয়োগ করা হয়?
উত্তরঃ ৫ বছর।
০৬. কোন অনুচ্ছেদে অর্থ কমিশনের কথা বলা হয়েছে?
উত্তরঃ ২৮০ অনুচ্ছেদে।
০৭. যোজনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫০ সালের ১৫ই মার্চ।
০৮. ১৪তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
উত্তরঃ ওয়াই. ভি. রেড্ডি।
০৯. ১৫তম অর্থ কমিশনের সভাপতি কে?
উত্তরঃ এন. কে. সিং।
১০. ১৬তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তরঃ অরবিন্দ পানাগড়িয়া।
১১. ১৬তম অর্থ কমিশনের সেক্রেটারি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তরঃ ঋত্বিক রঞ্জনম পান্ডে।
তালিকা ও প্রশ্নোত্তরের পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Finance Commission of India
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment