Breaking



Tuesday 18 April 2023

রাষ্ট্রবিজ্ঞান MCQ | Political Science MCQ in Bengali PDF

রাষ্ট্রবিজ্ঞান MCQ | Political Science MCQ in Bengali PDF || Part-1

Political Science MCQ in Bengali PDF for All Competitive Exam
Political Science MCQ in Bengali PDF for All Competitive Exam

কলম 
সুপ্রিয় ছাত্রছাত্রী,
আজকের পোস্ট রাষ্ট্রবিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর শেয়ার করলাম। যেটির মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে বাছাই করা ৩০টি প্রশ্ন উত্তর দেওয়া আছে। যেগুলি তোমাদের বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

রাষ্ট্রবিজ্ঞান MCQ

ব্রিটেনে ‘মহাসনদ’ রচিত হয়েছিল -
১২১৫
১৬৮৯
১৯১১
১৯৪৯


 ভারতের সংবিধান কার্যকর হয়েছিল -
১৯৪৯ সালের ২৬শে নভেম্বর
১৯৪৭ সালের ১৫ই আগস্ট
১৯৫০ সালের ২৬শে জানুয়ারি
১৯৪৮ সালের ১৫ই নভেম্বর


 গণপরিষদের স্থায়ী সভাপতি অর্থাৎ চেয়ারম্যান ছিলেন -
সচ্চিদানন্দ সিংহ
রাজেন্দ্র প্রসাদ
বি.আর.আম্বেদকর
মহাত্মা গান্ধী


 গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন -
রাজেন্দ্র প্রসাদ
সচ্চিদানন্দ সিংহ
বি. আর. আম্বেদকর
জওহরলাল নেহেরু


 গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় -
১৯৪৬ সালের ৭ই ডিসেম্বর
১৯৪৬ সালের ৯ই ডিসেম্বর
১৯৪৭ সালের ১৫ই আগস্ট
১৯৫০ সালের ২৬ই জুলাই


 গণপরিষদের প্রদেশগুলির জন্য বরাদ্দ মোট আসনের সংখ্যা ছিল -
২০০ টি
২৫০ টি
২৮৫ টি
২৯৬ টি


 গণপরিষদকে ‘আইনজীবীদের স্বর্গ’ বলে বর্ণনা করেছেন -
উইনস্টন চাচিল
বি. শিব রাও
ভাইকাউন্ট সাইমন
আইভর জেনিংস


 গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন -
রাজেন্দ্র প্রসাদ
সচ্চিদানন্দ সিংহ
বি. আর. আম্বেদকর
জওহরলাল নেহেরু


 ভারতীয় সংবিধানকে ‘যুক্তরাষ্ট্র-প্রতিম’ বলে চিহৃত করেছেন -
ডি. ই. স্মিথ
কে. সি. হোয়ার
গ্রেনভিল অস্টিন
জওহরলাল নেহেরু


 জম্মু ও কাশ্মিরকে ‘বিশেষ মর্যাদা’ প্রদান করা হয়েছে সংবিধানের -
৩৫২ নং ধারায়
৩৭০ নং ধারায়
৩৫৬ নং ধারায়
৩৭২ নং ধারায়


 গণতন্ত্র সরকারের বিকৃতি রূপ বলে চিহ্নিত করেছেন -
অ্যারিস্টটল
হোয়ার
এপলবি
অস্টিন


 ভারতের মূল সংবিধানে ধারা ও উপধারা এবং তপসিলের সংখ্যা ছিল যথাক্রমে -
২৯৫ টি এবং ৮ টি
৩৯৫ টি এবং ৮ টি
৪০০ টি এবং ১০ টি
৪৬০ টি এবং ১২ টি


 ভারতের গণপরিষদের মোট সদস্য ছিল -
৩৮২
৩৮৯
৩৯৬
৪৬০


 ভারতের সংবিধান গৃহীত হয়েছিল -
১৯৪৯ সালের ২৬শে নভেম্বর
১৯৪৭ সালের ১৫ই আগস্ট
১৯৫০ সালের২৬শে নভেম্বর
১৯৪৮ সালের ১৫ই নভেম্বর


 ভারতকে একটি 'সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র' বলে ঘোষণা করা হয় -
ভারতের মূল সংবিধান
৪২-তম সংবিধান সংশোধনী আইনে
৪৪-তম সংবিধান সংশোধনী আইনে
৯৩-তম সংবিধান সংশোধনী আইনে


 ভারতের ভোটাধিকারের নূন্যতম বয়স ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর হয়েছে -
৫২-তম সংশোধনি আইনে
৬১-তম সংশোধনি আইনে
৮৫-তম সংশোধনি আইনে
৪২-তম সংশোধনি আইনে


 যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা সরকার থাকে -
দু-প্রকার
চার প্রকার
তিন প্রকার
এক প্রকার


 ভারতে 'চরম যুক্তরাষ্ট্রীয়' শাসনব্যবস্থা প্রবর্তিত হয়েছে বলে মনে করেন -
পল এপলবি
কে.পি. মুখার্জী
কে.সি.হোয়ার
দুর্গাদাস বসু


 ভারতীয় সংবিধানকে 'নিশ্চিতভাবেই অ-যুক্তরাষ্ট্রীয় বা এককেন্দ্রিক' বলে চিন্তিত করেছেন -
পল এপলবি
কে.পি. মুখার্জী
কে.সি.হোয়ার
দুর্গাদাস বসু


 বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা -
২৬ টি
২৭ টি
২৮ টি
২৯ টি


 ভারতের 'জাতীয় রাজধানী অঞ্চল' বলে চিন্তিত করা হয় -
পশ্চিমবঙ্গকে
ত্রিপুরাকে
তেলেঙ্গানাকে
দিল্লিকে


 ভারতের যে-রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বতন্ত্র সংবিধান রয়েছে, সেটি হল -
দিল্লি
কর্ণাটক
পুদুচেরি
জম্মু ও কাশ্মীর


 ভারতের শাসনব্যবস্থাকে 'যুক্তরাষ্ট্র-প্রতিম' বলে বর্ণনা করেছেন -
মরিস জোনস
কে.সি.হোয়ার
গ্রেনভিল অস্টিন
দুর্গাদাস বসু


 সাম্প্রতিককালে প্রকৃতিগতভাবে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হল -
সমবায়িক যুক্তরাষ্ট্র
বহু-স্তরবিশিষ্ট যুক্তরাষ্ট্র বলে
বাজার যুক্তরাষ্ট্র বলে
এগুলির মধ্যে কোনোটিই নয়


 নিম্নলিখিত দেশগুলির মধ্যে যে-দেশের শাসনব্যবস্থা রাষ্ট্রপতিশাসিত, সেটি হল -
ব্রিটেন
কানাডা
ভারত
মার্কিন যুক্তরাষ্ট্র


 সংসদীয় শাসনব্যবস্থা বর্তমানে আছে -
মার্কিন যুক্তরাষ্ট্র
দক্ষিণ কোরিয়ায়
ফিলিপিন্স
ভারতে


 সংসদীয় শাসনব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য -
শাসন বিভাগের সঙ্গে বিচার বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক
আইন বিভাগের সঙ্গে বিচার বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক
নামসর্বস্ব শাসকের অবস্থিতি
নামসর্বস্ব শাসকের অনুপুস্থিতি


 ভারতের সংসদীয় গণতন্ত্রে প্রকৃত শাসক বলে চিহ্নিত করা হয় -
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
মুখ্যমন্ত্রী
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি


 ভারতের সংসদীয় গণতন্ত্রে 'জাঁকজমকপূর্ণ সাক্ষীগোপাল' বলে বোঝায় -
রাষ্ট্রপতি
লোকসভার অধ‍্যক্ষকে
প্রধানমন্ত্রীকে
রাজ্যপাল


 এককেন্দ্রিক শাসনব্যবস্থায় ____ প্রাধান্য পেয়ে থাকে।
সংবিধান
কেন্দ্রীয় আইনসভা
রাজ্য-আইনসভা
বিচার বিভাগ


রাষ্ট্রবিজ্ঞান MCQ PDF টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

  File Details:
PDF Name : Political Science MCQ in Bengali Part-1
Language : Bengali
Size : 02 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment